মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ - ১৩:৫৭
হজরত ফাতেমা জাহরা (সা:আ:) এর পবিত্র জন্মদিন

হাওজা / খালিশপুর (বাংলাদেশ) কাসরে আব্বাস (আ:) ইমাম বাড়িতে জান্নাতের নেত্রী হজরত ফাতেমা জাহরা (সা:আ:) এর পবিত্র জন্মদিন পালন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, গতকাল খালিশপুর কাসরে আব্বাস (আ:) ইমাম বাড়িতে জান্নাতের নেত্রী হজরত ফাতেমা জাহরা (সা:আ:) এর পবিত্র জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং যুগের ইমাম (আ:) এর আত্মপ্রকাশ এর জন্য দোয়া ফারাজ পাঠ করা হয়। এর পাশাপাশি মাহফিলে বাংলা ও উর্দু ভাষায় কাসিদা পাঠ করা হয়।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং বিজয়ী দের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। মাহফিলে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী কিবলা।

সার্বিক ব্যবস্থাপনায়: হোসাইনী মিশন ও আঞ্জুমানে কাসরে আব্বাস (আ:) এর সদস্য বৃন্দ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha